ঝিনাইদহে এক চাল মিল থেকে ৫৬১ বস্তা চাল লুট
1 min read
ঝিনাইদহে একটি চালের মিল থেকে নিরাপত্তা কর্মীদের বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ৫’শ ৬১ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
গেল রাতে সদর উপজেলা বিষয়খালী বাজার এলাকা আর কে এন্টারপ্রাইজ নামের মিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল রাত ২ টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত মিলে প্রবেশ করে সেখানে থাকা ৩ জন নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রাখে।
এর পর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৫’শ ৬১ বস্তা চাউল ২টি ট্রাকে ভরে নিয়ে পালিয়ে যায়।
লুট হওয়া চাউলের আনুমানিক মুল্য প্রায় ১১ লাখ ২২ হাজার টাকা বলে জানিয়েছেন মিল মালিক মনিরুল ইসলাম মনা।
এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।