ঝিনাইদহ কারাগারের জেলারের বিরুদ্ধে আইনপরিপন্থী কর্মকান্ডের জন্য কারণ দর্শানোর আদেশ
1 min readকয়েদিদের সাথে খারাপ আচরণ, মারপিট ও আদালতের রিলিজ আদেশ আটকে রেখে পরদিন আসামীদের মুক্তি দেওয়ার অভিযোগে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে ঝিনাইদহ কারাগারের জেলার দিদারুল আলমকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন এ আদেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, শনিবার জুডিসিয়াল কনফারেন্সে ঝিনাইদহ জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম কারাগারের জেলারের বিরুদ্ধে কয়েদিদের সাথে খারাপ আচরণ, মারপিট ও আদালতের রিলিজ আদেশ আটকে রেখে পরদিন আসামীদের মুক্তি দেওয়ার অভিযোগ উত্থাপন করেন। অভিযোগের ভিত্তিতে জেলারের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ২৫ ধারার ক্ষমতাবলে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এইমর্মে তাকে আগামী ৮ নভেম্বর সকাল ১০ টায় ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মিস মামলা নম্বর ২৩/১৬।
এ ব্যাপারে জেলার দিদারুল আলম জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দেওয়া হয়েছে তার কোন সতত্যা নেই।