ঝিনাইদহে মোবাইল বাস্ট হয়ে আগুন ধরে খামারীর ৫ শতাধিক মুরগী পুড়ে ছাই
1 min read
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ী গ্রামের আফতাব উদ্দিন খান নামের এক খামারীর ৫ শতাধিক মুরগী পুড়ে ভষ্মিভুত হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মুরগী ফার্মে মোবাইল চার্জে দিয়েছিল খামারী আফতাব উদ্দিন খান। একপর্যায়ে মোবাইলটি বাস্ট হয়ে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা খামারে ঘরে ছড়িয়ে পড়ে। ওই খামারে থাকা ৫ শতাধিক মুরগী পুড়ে ভস্মিভুত হয়ে যায়। খবর পয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর একটি ইউনিট সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। খামারী আফতাব উদ্দিন খান জানান, অগ্নিকান্ডে তার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।