কালীগঞ্জে নসিমন-পিকআপের সংঘর্ষে ২ জন নিহত আহত ৪
1 min read
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আমজাদ হোসেন (৫৫) ও আমির খাঁ (৪৮) নামে দু’জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন কোটচাঁপুর উপজেলার চাদপাড়া গ্রামের মৃত কেদার বিশ্বাসের ছেলে এবং আমির খাঁ কালীগঞ্জ উপজেলার ছোটঘিঘাটি গ্রামের মৃত বাবর খাঁর ছেলে।
আহতরা হলো কালীগঞ্জ উপজেলার ছোটঘিঘাটি গ্রামের লিটন হোসেন (২৮), জাহাঙ্গীর হোসেন (২৮), বসির উদ্দীন (৪৫) ও আবুল কালাম (৩৫)। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোটচাঁদপুর দিক থেকে আসা একটি যাত্রীবাহি শ্যালো ইঞ্জিন চালিত নসিমন সড়কের পাতবিলা ইটভাটার কাছে পৌছালে কালীগঞ্জ থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন মারা যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আমির খাঁ মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।