খেলাকে কেন্দ্র করে মহেশপুরে দুগ্রুপের সংঘর্ষে আহত-৬ ইউপি সদস্য সহ আটক৪
1 min readআজ বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্রকরে সংঘর্শে ৬ জন আহত হয়েছে, স্থানীয় ইউপি সদস্য সহ ৪জনকে আটক করা হয়েছে।
জানাগেছে উপজেলার শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুঠবল খেলাকে কেন্দ্র করে গত শ্রক্রবার বিকালে শ্রীরামপুর স্থানীয় পাড়া ও বাবলামাথাভাঙ্গা পাড়ার মধ্যে হাতাহাতি হয়। তারই জের ধরে আজ বিকালে বাবলামাথাভাঙ্গা গ্রামের আব্দুল মালেক ও মহরমের নেতৃত্বে একদল লোক স্থানীয় পাড়ার লোকজনের উপর হামলা চালায়। এঘটনায় মান্দারবাড়ীয়া ইউনিয়নের দফাদার রমজান আলী(৫০), মৃত শহর আলী পুত্র মতলেব(৬৫), হাজারীর পুত্র মুনছুর আলী(৩৫), শুকুর আলীর পুত্র মুন্না(২৮), মৃত হারেজ এর পুত্র মসলেম(৭৫), আব্দুল মালেকের পুত্র হামিদুর রহমান আহত হয়েছে।
আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েক জনকে প্রথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ সময় স্থানীয় পাড়ার নুর মোহাম্মদ মোল্লার পুত্র মজিদ মোল্লা ও রওশাদের পুত্র রতন এর দোকান এবং আব্দুল রাজ্জাকের পুত্র রফিক উদ্দীনের বাড়ি ভাংচুর করা হয়। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক, জালাল উদ্দীনের পুত্র রিপন(৩০), আব্দুল আলিম(৩২),আঃ সালামের পুত্র আঃ রহিম(৩৫) কে আটক করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব এর সাথে কথা বললে তিনি বলেন পরিস্থিতি এখন নিয়ত্রনে। জিজ্ঞাসা বাদের জন্য স্থানীয় ইউপি সদস্য সহ ৩-৪জনকে আটক করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।