কোটচাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে টিটি দু’পাঁ বিচ্ছিন্ন
1 min readচলন্ত ট্রেনের নিচে পড়ে যেয়ে এক ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) দু’পাঁ কাটা পড়ে মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৪টা দিকে কোটচাঁদপুর ট্রেন ষ্টেশনে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোহর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর ট্রেন ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহননগর গ্রামের আব্দুল মজিদের ছেলে মিঠু মোল্লা (২৭) বেসরকারী খাতে পরিচালিত ট্রেনে টিকিট পরীক্ষক পদে চাকুরী করেন। রবিবার বিকাল ৪টার দিকে তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী “৫০ আপ মহানন্দা” ট্রেনে কোটচাঁদপুর ষ্টেশনে নামেন। পরক্ষুণে ট্রেন ছেড়ে দিলে টিটি মিঠু মোল্লা দৌড়ে ট্রেনের গেটের হাতল ধরতে গেলে তিনি পড়ে যেয়ে ট্রেনের নিচে চলে যান। এ সময় টিটি মিঠু মোল্লার দুটি পাঁ হাটুর নিচ থেকে বিচ্ছুন্ন হয়ে যায়। সাথে সাথে ষ্টেশনের কর্মিরা তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোহর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাঃ যুবায়ের হোসেন জানান, দূর্ঘটনায় কবলিত ব্যক্তির পাঁ’ দুটি মারাত্মক ভাবে কেটে যাওয়ায় আমরা প্রাথমিক ভাবে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠিয়ে দিয়েছি।