ঝিনাইদহে কলেজ ছাত্র রুবেল কিডনী রোগে আক্রান্ত
1 min read
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের পরিবহন চালক সাজেদুল ইসলামের পুত্র রুবেল (২২)। সে উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার দুটি কিডনীই অকেজো হয়ে পড়ায় সর্বক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
পরিবারের সদস্যরা জানান, গত ৪ মাস পূর্বে রুবেলের কিডনী সমস্যা ধরা পড়ে। প্রথমে যশোর সদর, কুইন্স, একতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বর্তমান বাড়িতে চিকিৎসা বিহীন অবস্থায় জীবনযাপন করছে।
রুবেলের পিতা সাজেদুল জানান, ছেলের চিকিৎসার জন্য সহায় সম্বল বিক্রি করেছি। বর্তমান তিন শতক ভিটা জমি ছাড়া আমার আর কিছুই নাই। প্রতি সপ্তাহে কিডনী ডায়ালাইসিস করতে ঔষধসহ প্রায় ৫ হাজার টাকা ব্যায় হয়। সাজেদুল পেশায় একজন পরিবহন চালক হওয়ায় তার পক্ষে চিকিৎসার ব্যয় ভার বহন করা আদৌ সম্ভব হচ্ছে না।
সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করে মাতা কহিনুর বেগমের জীবননগর ইসলামি ব্যাংক শাখার ১০৫১৬ নং একাউন্টে রুবেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যে কামনা করছে।