হরিণাকুন্ডুতে বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক
1 min readঝিনাইদহের হরিণাকুন্ডুতে বৃহঃবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তিনি বৃহঃবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত তথ্য অনুসন্ধ্যান কেন্দ্র ও ডে-কেয়ার সেন্টার এর শুভ উদ্বোধন করেন।
এছাড়াও তিনি সকাল ১১ টায় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর গ্রামের উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আই এফ এম ক্লাবের উদ্বোধন এবং গমের ব্লাস্ট রোগ ও তার প্রতিকার বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও তিনি উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন কমিউনিটি হেল্থ সেন্টার ও আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব পরিদর্শণ করেন।
এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এম.এ মজিদ, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ মোহাঃ আকরামুল হক, উপজেলা কৃষি অফিসার আরশেদ আলী চৌধুরী, তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম ও হরিণাকু-ু থানার এস.আই মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সরকারের কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপগুলি তুলে ধরেন ও এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট থেকে পরামর্শ নিয়ে সরকারের সাফল্যে সাধারণ মানুষের অংশ গ্রহনের আহবান জানান।