শৈলকুপা উপজেলা প্রশাসন এবার আত্মহত্যার চেষ্টাকারী মেধাবী ছাত্রীর ভর্তির সুযোগ করে দিলেন
1 min readঝিনাইদহের শৈলকুপায় অসহায় মেধাবী ছাত্রী মোরসালিমাকে অনার্সে ভর্তির সুযোগ করে দিলেন উপজেলা প্রশাসন।
উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হতদরিদ্র কৃষক শহিদুল ইসলামের মেয়ে মেধাবী ছাত্রী মোরসালিমা খাতুন অর্থের অভাবে অনার্সে ভর্তি হতে না পেরে সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য রাবেয়া বেগমের সহায়তায় তাকে উপজেলা পরিষদে ডেকে পাঠানো হয়।
বুধবার মেধাবী ছাত্রী মোরসালিমার সাক্ষাৎকার গ্রহণ শেষে শেখপাড়া ডিএম কলেজে অনার্স ভর্তির সুযোগ করে দেন ও তার হাতে আর্থিক অনুদান হিসেবে ৩ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, মেধাবী ছাত্রী মোরসালিমার মা ও স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া বেগম।