ভ্রাম্যমাণ আদালত অভিযান স্বাস্থ্য সহায়ক উপকরণ তৈরীর অবৈধ কারখানা আবিস্কার
1 min readঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্য সহায়ক উপকরণ তৈরীর অবৈধ কারখানা আবিস্কার করেছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমান নকল স্বাস্থ্য সহায়ক উপকরণ।
বুধবার বিকেলে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত সুত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পোড়াহাটি গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান চালায়। সেসময় সেনেটারি ন্যাপকিন, কটন, বেল্ট তৈরীর কারখানা পাওয়া যায়।
লাইনেন্স বিহীন ও নোংরা পরিবেশে নকল উপকরণ তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত। এছাড়াও বিপুল পরিমান উপকরণ জব্দ করা হয়।