Tue. Dec 24th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

জেলা পরিষদ নির্বাচনে কনক কান্তির মনোনয়নপত্র দাখিল

1 min read

জেলা পরিষদ নির্বাচনে কনক কান্তির মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচনে কনক কান্তির মনোনয়নপত্র দাখিল
জেলা পরিষদ নির্বাচনে কনক কান্তির মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঝিনাইদহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম তালুকদার’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কনক কান্তি দাস।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ ওয়াজেদ আলী ও সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও চেয়ারম্যান পদে জাতীয় পার্টির সভাপতি ড.এম হারুণ-অর রশিদ ও জেলা জাসদের সভাপতি ইমদাদুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা তাদের সমর্থক, প্রস্তাবক ও কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *