ঝিনাইদহে ডেফলবাড়ীয়া গ্রামের দুই যুবককে গুলি করে হত্যা করেছে দূর্বিত্তরা
1 min readঝিনাইদহে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের একটি মঠে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সদর উপজেলার চরখাজুরা গ্রামের নাসিম বিশ্বাসের ছেলে দুললাল মিয়া (৩৫) ও একই গ্রামের স্থানীয় ওয়ার্ড কমিশনার গোলাম মোস্তফার ছেলে পলাশ হোসেন (৩০)।
স্থানীয়রা জানায়, আজ ভোরে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারেপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায় নি। ধরণা করা হচ্ছে আজ ভোর রাতের দিকে তাদের হত্যা করে লাশ মাঠের ভেতর ফেলে যায় দৃর্বৃত্তরা। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।