Thu. Dec 26th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

টাকার জন্য কি খোকন সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যাবে

1 min read

টাকার জন্য কি খোকন সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যাবে

 টাকার জন্য কি খোকন সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যাবে
টাকার জন্য কি খোকন সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যাবে

ঝিনাইদহে খোকন মাত্র ১০ লাখ টাকার জন্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। দেখার কি কেউ নেই?  ঝিনাইদহের সদর উপজেলার দরিদ্র পরিবারের সন্তান মো. খোকন (৩০)। সহায়-সম্বল বলতে ভিটেমাটিটুক।

তবু স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভ্যানচালক খোকনের ছিল সুখের সংসার। কিন্তু মরণব্যাধি ক্যান্সারে সংসারের সব সুখ উবে গেছে খোকনের। তার চিকিৎসায় সাধ্যানুযায়ী খরচ করে পরিবারও এখন নিঃস্ব।

তবু খোকন স্বপ্ন দেখেন বাঁচার। স্ত্রী-সন্তান ও পরিজন নিয়ে আগের মতো জীবন যাপনের। খোকনের চিকিৎসার জন্য প্রয়োজন মাত্র ১০ লাখ টাকার। কিন্তু হতদরিদ্র খোকন বা তার দিনমজুর বাবার পক্ষে এ টাকা যোগাড় করা অসম্ভব। ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী লস্কর পাড়ার মো. শরাফতের ছেলে খোকন।

পেশায় ভ্যানচালক খোকনের সংসারে রয়েছে ৬ ও ৪ বছর বয়সী ২ ছেলে। কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি এডিনোকারসিনোমা নামে এক রোগ।

নিজের শেষ সহায়-সম্বল বিক্রি করে ইতোমধ্যে খোকনকে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তার বাবা। কিন্তু খোকনের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার দরকার। সে সামর্থ্য না থাকায় মৃত্যুর প্রহর গুণছেন খোকন। খোকনের পরিবারের লোকজন বলেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে খোকনকে বাঁচানো সম্ভব।

কিন্তু তাদের পক্ষে এ টাকা যোগাড় করা সম্ভব নয়। খোকনকে বাঁচাতে দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *