Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ইবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

1 min read

ইবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ইবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রবিবার ১ম দিন ধর্মতত্ত্ব অনুষদ ভুক্ত ‘এ’ এবং মানবিক ও সমাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এসময় প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রুহুল আমিন, রেজিস্ট্রার আব্দুল লতিফ প্রমুখ হল পরিদর্শন করেন। পরে ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার পৃথক প্রথক ভাবে পরীক্ষার হল পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলা প্রশাসন, র্যা ব, পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ভ্রাম্মমান আদালত সার্বোক্ষণিক তত্বাবধায়ন করছে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

উল্লেখ্য, সোমবার দ্বিতীয় দিন আইন অনুষদ ভুক্ত ‘এইচ’ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *