যাত্রাপালা, সার্কাস, মেলায় অশ্লীলতা বন্ধের মানববন্ধন
1 min readঝিনাইহঃ যাত্রাপালা, সার্কাস, মেলা গ্রামীণ সংস্স্তিককর শেকড় হল্ওে এসবের নামে অশ্লীলতা, নগ্নতা, জুয়াসহ নানা কারণে এসব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিনোদন প্রিয় মানুষ গুলো।
তাই সংস্কৃতির সুস্থ ধার ফিরিয়ে আতে ঝিনাইদহ শৈলকুপায় মানববন্ধন করেছে শিক্ষাথীরা। সোমবার দুপুরে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের মহাসড়কের সামনে শিক্ষাথীরা মানববন্ধন করে। প্রসঙ্গত ভাটই এলাকায় মাসব্যাপী কড়ই আনন্দ মেলা শুরু হল্ওে হাউজি, জুয়া, ওয়ানটেনের কারণে র্যাব একাধীক রাতে অভিযান চালিয়ে এ সব জুয়া বন্ধ করে। এদিকে এসব জুয়া অশ্লীলতার কারণে ভাটই এলাকায অভিভাবকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।