Fri. Nov 1st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মহেশপুরে শীতের সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা 

1 min read

মহেশপুরে শীতের সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা 

মহেশপুরে শীতের সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা 
মহেশপুরে শীতের সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

“মহেশপুর উপজেলায় সকাল হলেই গ্রামের প্রতিটি হাট-বাজারে পাইকারি ও খুচরা দামে শীতের সব্জি ক্রয় বিক্রয় চলছে। নসিমন, করিমন ও ভ্যানে এসব সব্জি বাজারে আসছে। বেচাকেনাও ভালো। ফলে লাভের মুখ দেখছেন এলাকার চাষীরা । ধানসহ অন্যান্য ফসল আবাদ করে একের পর এক লোকসান গুনে এবার শীতের সব্জিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উপজেলার কৃষকরা।

উপজেলার পৌরসভা সহ ১নং এসবিকে, ফতেপুর, পান্তাপাড়, স্বরুপুর, শ্যামকুড়, নেপা, কাজীরবেড়, বাঁশবাড়ীয়া, যাদবপুর, নাটিমা, মান্দারতলা, আদমপুর ইউনিয়ন ঘুরে দেখা গেছে ব্যাপক সব্জি চাষ করা হয়েছে। উপজেলার ভালাইপুর, সুন্দরপুর, গাড়াবাড়িয়া, বাথানগাছী, সাড়াতলা, নস্তী প্রভৃতি এলাকায় দিনরাত সব্জির নিয়মিত পরিচর্যা করছেন কৃষকরা। কেউ কেউ পোকামাকড় দমনে কেউবা কৃষি লোক লাগিয়ে সব্জির পরিচর্যা করছেন। ১ নং এসবিকে এলাকার চাষী নাজু সরদার,খোকন, ইয়াদুল বলেন, কয়েক বছর ধরে ধান চাষে আমরা কৃষকরা ভালো দাম না পাওয়ায় শীতের সব্জি চাষ করে দুটো টাকার মুখ দেখছি। আমরা এই এলাকার কৃষকরা আগাম শীতকালীন সব্জি চাষ করে স্বাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছি।
লাল শাক, পালন শাক, শিম, টমেটো, বেগুন, লাউ, শশা, চিচিঙ্গা, পটল, ঢেড়স, কাচা মরিচ, মিষ্টি কুমড়া, বরবটি, বাঁধা কপি, ফুলকপি, ধনে পাতা, মুলা, করলা, ডাটা প্রভৃতি সব্জিতে ভরে গেছে পুরো এলাকা। মহেশপুর খালিশপুরের পাইকারী বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি শিম ৫০ টাকা, বাধা কপি ৩৫ টাকা, ফুলকপি ৩৫ টাকা, কাচা মরিচ ৫০ টাকা, ধনে পাতা ১৫০ টাকা, পালন শাক ২৫ টাকা, লাউ ৪০ টাকা, মুলা শাক ১০ ও মুলা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখানকার পাইকারী বাজার থেকে কিনে খুচরা দোকানীরা ৫- ১০ টাকা পর্যন্ত কেজিতে লাভ করে থাকে। অথচ পাইকারী বাজার থেকে খুচরা দোকানীদের দুরত্ব মাত্র ২০০ গজ। এছাড়া এই বাজার থেকে পাইকারীরা শীতের সব্জি কিনে ট্রাক যোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।

খালিশপুর বাজারের পাইকারী আড়তদার সেলিম জানান, চাষীরা সরাসরি এই বাজারে উৎপাদিত পন্য বিক্রয় করতে পারে না। তারা সব্জি প্রথমে পাইকারী বাজারে নিয়ে আসেন, তারপর চাষীর সব্জি কিনে অথবা বিক্রি করে দেন। বিনিময়ে আড়তদাররা পন্য অনুযায়ী কমিশন ৫০ থেকে সবোর্চ্চ ১৫০ টাকা কৃষকের গুনতে হয়।

মহেশপুর উপজেলায় বেশির ভাগ জমি উচু ও সমতল যা সব্জি চাষের জন্য উপযোগী। ধান ও অন্যান্য ফসল চাষাবাদ করে কৃষকরা ভাগ্য বদলাতে পারেনি । ফলে চলতি মৌসুমে সব্জি চাষ করা হয়েছে। এতে চাষীরা লাভবান হচ্ছেন এবং ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *