গ্যালাক্সি জে এবং এ সিরিজ ডিভাইসগুলোতে নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং ও গ্রামীণফোন। এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু গ্রামীণফোন গ্রাহকরা ইন্টারনেটটর বান্ডল অফার পাবেন।
এই অফারে গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে১ (২০১৬), জে২ (২০১৬), জে২ (২০১৫) ডিভাইসগুলো থেকে যে কোনো একটি ডিভাইস কিনলে সাত দিন মেয়াদে ১ গিগাবাইট; জে৫,জে৭, জে৭ (২০১৬) ডিভাইসগুলো কিনলে ২ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডেটা; ৪২৭ টাকায় ২.৫ গিগাবাইট ইন্টারনেট ডেটা কিনে আরও ২.৫ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডেটা; গ্যালাক্সি জে৭ প্রাইম এবং এ৫ (২০১৬) ডিভাইসগুলো কিনে ৪ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন।
গ্রাহকরা চাইলে ৬০৯ টাকায় ৪ গিগাবাইট ইন্টারনেট ডেটা কিনে আরও ৪ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং।
এই অফারটি সব গ্রামীণফোন গ্রাহকদের (জিপিপিপি, ভিলেজ ফোন এবং পিসিও ছাড়া) জন্য প্রযোজ্য।