Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে চাকুরী স্থায়ী করণের দাবিতে নকলনবীশদের কর্মবিরতী

1 min read

ঝিনাইদহে চাকুরী স্থায়ী করণের দাবিতে নকলনবীশদের কর্মবিরতী

ঝিনাইদহে চাকুরী স্থায়ী করণের দাবিতে নকলনবীশদের কর্মবিরতী
ঝিনাইদহে চাকুরী স্থায়ী করণের দাবিতে নকলনবীশদের কর্মবিরতী

ঝিনাইদহে বাংলাদেশ এক্সট্রা মোহরার নকলনবীশদের চাকুরী স্থায়ী করণের দাবিতে ৮ম দিনে অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতী পালন করেছে। গতকাল রবিবার দিনব্যাপি বাংলাদেশ নকলনবীশ এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে সদর সাব-রেজিষ্ট্রি কার্যালয়ে এ কর্মসূচি পালন করে।

কর্মবিরতী চলাকালে জেলা নকলনবীশ এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তভ্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সদর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এদিকে নকলনবীশদের আন্দোলনের কারনে হচ্ছে না দলিল রেজিস্ট্রি সহ নকলের সমস্ত কাজ। ফলে ক্ষতি হচ্ছে সরকারের কোটি কাটি টাকার রাজস্ব। হচ্ছে না ব্যাংক মটগেজ যার ফলে ক্ষতির মুখে পড়ছে ব্যাবসাহি মহল।

যেকারণে ব্যাবসায়ীরা নানা ক্ষতির স্বীকার হচ্ছে। নকল না পাওয়ার জন্য হচ্ছে না নাম জারির কোন কাজ সেখানেও সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে । বিঘিœত হচ্ছে মামলার কাজ ফলে জনদূভোগের কোন শেষ নাই।

শেখ হৃদয় আহমেদ পিকুল
ঝিনাইদহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *