ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত
1 min readঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস (চশমা প্রতীকে) ৫’শ ৩৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টি সমর্থিত এম হারুন অর রশিদ (আনারস প্রতীকে) পেয়েছেন ৩’শ ৯২ ভোট এবং জাসদ সমর্থিত প্রার্থী মুন্সী এমদাদুল হক (মোটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ১ ভোট।
বিকালে ভোট গননা শেষে প্রার্থী এবং প্রিজাইডিং অফিসার সুত্রে এ ফলাফল পাওয়া গেছে।
বুধবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে ৫’শ ৫২ জন পুলিশ ও আসনার সদস্য, ২ প্লাটুন বিজিবি, ৪ টি মোবাইল টিম ও র্যাব সদস্যরা টহল দিয়েছে।
নির্বাচনে ৬৭টি ইউনিয়নের ৮৭১ জন চেয়ারম্যান-মেম্বর, ৬টি পৌরসভার ৭৮ জন মেয়র ও কাউন্সিলর এবং ৬টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনসহ মোট ৯৬৪ জন ভোটার ১৫ টি কেন্দ্রের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।