ঝিনাইদহের মহেশপুরে সংঘর্ষে আহত ৪
1 min readঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সড়াতলা গ্রামে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এরমধ্যে আলাউদ্দীন নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জমাজমি নিয়ে দির্ঘদিন ধরে গ্রামের দু’টি পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরের রুস্তম আলীর ছেলে আলাউদ্দীন প্রতিপক্ষের লোকজনের উপর হামলা করে। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে মসলেম উদ্দীনের ছেলে সামাউল, রবিউল ইসলাম ও, আজাদ হোসেন নামের তিন ভাই এবং প্রতিপক্ষ আলাউদ্দীন আহত হয়।
মহেশপুর থানার ওসি আমি
নুল ইসলাম বিপ্লব জানান, লোক মুখে সংঘর্ষের সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করেনি।