Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

হাতেখড়ি তালপাতায়

1 min read

হাতেখড়ি তালপাতায়

হাতেখড়ি তালপাতায়
হাতেখড়ি তালপাতায়

স্বাক্ষরতা জ্ঞানের প্রথম ধাপ হিসেবে প্রাচীনকালে তালপাতায় শিশুদের হাতেখড়ির আয়োজন করা হতো গুরুগৃহে। হাতেখড়ির মধ্যদিয়ে শিশুর শিক্ষাজীবনের আনুষ্ঠানিকতা শুরু হতো। আবহমান কাল ধরে এ প্রথা বিরাজমান। তবে আধুনিকতার ছোঁয়া সেই হাতেখড়ি প্রথা বর্তমানে বিলুপ্তপ্রায়। প্রাচীন এই ঐতিহ্যবাহী প্রথাকে শহুরে শিক্ষাব্যবস্থায় ফিরিয়ে এনেছে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর। সংগঠনটি প্রতিবছর শিক্ষাবর্ষের শুরুতে আয়োজন করে তালপাতায় ‘হাতেখড়ি’ উৎসব। ২০১১ সাল থেকে প্রতিবছর জানুয়ারি প্রথম সপ্তাহে এই উৎসবের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও যশোরের ৬ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশুর হাতেখড়ি উৎসব আয়োজন করা হয়।

শনিবার সকালে যশোর পৌর উদ্যানে হাতেখড়ি উৎসবে আয়োজন করা হয়। উৎসবে শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়, লিটিল স্টার কিন্ডার গার্টেন, সেঞ্চুরি প্রি ক্যাডেট, ওয়াইডাব্লিউসিএ, মৌমাছি স্কুলের তিন শতাধিক শিশুর হাতেখড়ি দেন সমাজের বিভিন্নস্তরের গুণীজনেরা।

অনুষ্ঠানে শিশুদের হাত ধরে হাতেখড়ি দেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর, যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উদীচী যশোরের উপদেষ্টা এড. কাজী আব্দুস শহীদ লাল, রেজিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর বলেন, স্কুল জীবনের ও জ্ঞানার্জনের শুরুতে সার্বজনিন এমন আয়োজন উপস্থিত কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার থেকে আমাদের’ এই শিক্ষায় মানুষের মত মানুষ করে গড়ে তুলতে শিশুদের শিশুর মত বড় হতে দিন।

জেলা প্রশাসক আরও বলেন, ‘সবকিছুতে প্রথম হতে হবে এমন মানসিক চাপ দিয়ে বড় করে তোলার প্রয়াস শিশুদের সুকুমার প্রবৃত্তি প্রকাশ বাধাগ্রস্ত হয়। যা কোনো অভিভাবকের কাম্য হতে পারে না।’

অনুষ্ঠানে উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী ও উদীচী যশোরের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল।

স্বাগত বক্তব্য দেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে অভয়নগর ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যজিৎ বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *