কালেরকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
1 min readঝিনাইদহে কালেরকন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবারএই অনুষ্ঠান আয়োজন করে কালেরকন্ঠ পাঠক ফোরাম শুভসংঘ।
এউপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মো: মিজানুর রহমান। স্থানীয় শুভ সংঘের সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ তোবারক হোসেনের সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর শুষেন্দু কুমার ভৌমিক, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম, রায়হান, সাধারণ সম্পাদক অ্যাড, শেখ সেলিম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল সাহা, আমিনুল ইসলাম টুকু, মিজানুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও কালেরকন্ঠ’ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ। অনুষ্ঠান সঞ্চালন করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়াদ্দার বাবলু।
এর আগে এক র্যালি শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ ছাড়াও সাংবাদিক বৃন্দ উপস্থিতি ছিলেন।