কালীগঞ্জে কলেজ ছাত্রের আত্মহত্যা
1 min readঝিনাইদহ কালীগঞ্জে মহিদুল ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার কাষ্টডাঙ্গা ঝনঝনিয়া গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। মহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার শমসের নগর কলেজের মানবিক বিভাগের ছাত্র।
শুক্রবার রাত ৯ টার দিকে বাড়ির লোকজনের সাথে মহিদুলের ঝগড়া হয়।এক পর্যায় সে মনের দুঃখে ও ক্ষোভে রাত ১০টায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরদিন সকালে বাড়ির লোকজন তার ঘরের দরজা বন্ধ থাকার কারনে সন্ধেহ হয়। পরে জানালার নিচ দিয়ে দেখতে পায় সে ঘরে আড়ার সাথে গলায় ফাস দিয়ে ঝুলে আছে। তাকে দ্রুত হাসপাতালে নেবার পর ডাক্তার তাকে মুত্যু ঘোষনা করেন।