শৈলকুপায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
1 min readঝিনাইদহের শৈলকুপায় আছালত শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামেএ ঘটনা ঘটে।
নিহত আছালত শেখ ওই গ্রামের মুনালে শেখের ছেলে। হুদামাইলমারী গ্রামের ইউপি সদস্য বাবুল হোসেন জানান, বিকেলে আছালত শেখ গরুর জন্য খাবার আনার জন্য বাড়ী থেকে মাঠে গিয়েছিল। মাঠ থেকে ফেরার পথে বাড়ীর পাশে পুর্ব থেকে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়।
সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসলে আছালত শেখ মারা যায়। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।