ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
1 min read
ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইজাজুল হক হাবু নামের এক মাদক ব্যাবসায়ীকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেছেন।
বুধবার বিকেলে এ দন্ডাদেশ দেন ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি।
দন্ডিত ইজাজুল হক হাবু ব্যাপারীপাড়ার একরামুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানতে পারে ব্যাপারীপাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজাসহ ইজাজুল হক হাবুকে আটক করে। পরে আদালত বসিয়ে মাদক ব্যবসায়ীকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক।