কালীগঞ্জে শিক্ষা সপ্তাহ’১৭ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিদায়ী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত
1 min readঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরসায় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এই দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবছর মাদরাসাটি থেকে ৩৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করবে।
মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আক্কাছ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের নাসির চৌধরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পাতবিলা দাখিল মাদরসার সুপার মোঃ শহীদুজ্জামান, মনোহরপুর পুখুরিয়া দাখিল মাদরসার সুপার মোঃ ইউনুছ আলী, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু, সাবেক ইউপি সদস্য মনছুর আলী, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম মোস্তফা, মোঃ ওয়ালিয়ার রহমান, আলম গাজি এবং দাতা সদস্য নুর মোহাম্মদ মোল্লা।
অনুষ্ঠান পরিচালনা করেন পাতবিলা মাদরাসার সহ-সুপার মোহাঃ মঈনুদ্দীন।