Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে বিরল প্রজাতির প্রাণী আটক

1 min read

ঝিনাইদহে বিরল প্রজাতির প্রাণী আটক

ঝিনাইদহে বিরল প্রজাতির প্রাণী আটক
ঝিনাইদহে বিরল প্রজাতির প্রাণী আটক

ঝিনাইদহের কালীগঞ্জে বিরল প্রজাতির একটি প্রাণী আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের মাঠ থেকে এই প্রাণী ধরে লিটন হোসেন নামের এক যুবক। সংবাদ পেয়ে রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা বন ও প্রাণীসম্পদ বিভাগের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাণীটি উদ্ধার করে নিয়ে আসে।
লিটন হোসেন জানান, গ্রামে অবস্থিত পোল্ট্রি হ্যাচারীর পানির পাইপ প্রায়ই কেটে দেয়। এই পাইপ সংস্কার করতে গিয়ে দেখা যায়। এসময় দেখতে পাইপের মধ্যে বসে আছে প্রাণিটি। এসময় প্রাণিটি ধরে খাচায় বন্দি করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে রোববার দুপুরে তারা প্রাণিটি উপজেলা চত্বরে নিয়ে আসেন।

ঝিনাইদহে বিরল প্রজাতির প্রাণী আটক
ঝিনাইদহে বিরল প্রজাতির প্রাণী আটক

কালীগঞ্জ বন বিভাগের কর্মকর্তা (চলতি দায়িত্বে) আশরাফুল আলম খান জানান, প্রানিটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে। প্রথমে প্রাণিটি কোটচাঁদপুর পশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এরপর খুলনা বন বিভাগের কাছে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হবে।

খোজ নিয়ে জানা যায়, আমাদের দেশে এই প্রাণীকে স্থানীয়রা গন্ধ গোকুল বা ভাম বলে জানে। তবে এর বৈজ্ঞানিক নাম সিভেট পাম ক্যাট। আমাদের দেশে বসবাস করা এই স্তন্যপায়ী প্রাণীগুলোর দেহ লম্বায় ৫৩ থেকে ৫৫ সেন্টিমিটিার এবং এর লেজ ৪৮ থেকে ৫০ সেন্টিমিটার হয়ে থাকে। ফলে দেহ আর লেজের দৈর্ঘ প্রায় সমান হয়। এরা সাধারনত পোকা মাকড়সহ মৌসুমী ফল আম, জাম, লিচু এবং মাঠের বিভিন্ন ফল বীজ ও সবজি খেয়ে জীবন ধারন করে। এরা অন্ধকার রাতে চলাফেরা করতে ভালোবাসে। সাধারনত লোকালয়ের আশে পাশের ছোট ছোট বন জঙ্গলে সন্ধা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন গাছে উঠে খাবার সংগ্রহ করতে পছন্দ করে। তবে উজ্জল জোস্না রাতে তেমন একটা বের হয়না।
কালীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, আমরা সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌছে বিলুপ্ত প্রায় এই প্রাণীটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন এবং মানুষের ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের এলাকা থেকে এই প্রজাতির বিড়াল গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে।

তারেক মাহমুদ
ঝিনাইদহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *