এস এস সির প্রশ্নে ডাক্তারকে অর্থলোভী বলার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন
1 min readঝিনাইদহের শৈলকুপায় রবিবার দুপুর ১২ টা থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এস এস সি পরীক্ষার প্রশ্নে ডাক্তার কে অর্থলোভী বলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বি এম এ শৈলকুপা শাখা।
এ সময় চিকিৎসক গন বলেন আমরা মানুষের সেবা করি, সেবায় আমাদের প্রধান কাজ, কিন্তু অত্যান্ত ঘৃনিত ভাবে ঢালাওভাবে আমাদের অর্থলোভী হিসেবে আমাদের উল্লেখ্য করা হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।
শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বি এম এ সদস্য ডা: খন্দকার বাবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বি এম এ কেন্দ্রীয় প্রতিনিধি ডা: কাওসার হামিদ,ডা: আমিন মোস্তফা, ডা: রাকিব উদ্দিন রনি, ডা: ফাহমিদা হক , ডা: আতিয়ার রহমান প্রমূখ।