ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধা
1 min readঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসন, এরপর পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
মঙ্গলবার সকালে পুরতন ডিসি কোর্ট চত্বরের মুক্ত মঞ্চে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি ৮ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন এ সব অনুষ্ঠানের আয়োজন করেছে।