Sat. Nov 2nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

সদর হাসপাতাল পানি বিদ্যুৎ শুন্য ছিল ৩ দিন !

1 min read

58ad984c1dfbab

হাওলাদ করে প্রতিষ্ঠান চালানো ঝিনাইদহ সদর হাসপাতাল আবারো খবরের শিরোনাম হলো। এতো দিন হাসপাতালের ডাক্তার দিয়ে অন্য তিনটি প্রতিষ্ঠান পরিচালিত হলেও কেও প্রশ্ন তোলেনি। কিন্তু এবার তিন দিন কারেন্ট ছিল না হাসপাতালে। আর কারেন্ট না থাকার কারণে পানিও নেই কোন বাথরুমে। রোগীরা টয়লেট করে পড়ছেন বিপদে। সিরিয়াস রোগীরা পানি টেনে এ সব কাজ করতে গিয়ে আরো কাহিল হয়ে পড়ছেন। এ নিয়ে শোরগোল চলছে গোটা হাসপাতাল জুড়ে। প্রশ্ন উঠেছে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের (হিড) দায়িত্বশীলতা নিয়ে। ঝিনাইদহ ওজোপাডিকো ও গনপুর্ত বিভাগ সাফ জানিয়ে দিয়েছে কাজটি তাদের নয়। তারপরও কেন এতো দেরি হচ্ছে ? এদিকে বিদ্যুৎ না থাকায় ডাক্তাররা মোমবাতি জ্বালিয়ে রোগী দেখছেন। তবে জরুরী প্রয়োজনে হাসপাতালের জেনারেটর দিয়ে সেবা দেওয়া হচ্ছে। তবে খুশির খবর হলো বুধবার দুপুরের দিকে বিদ্যুৎ পেয়েছে সদর হাসপাতাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *