সড়ক দুর্ঘটনার চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক নিহত, আহত-১
1 min readঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক এহতেশামুল হক নতুন নিহত হয়েছেন। আহত হয়েছে ওই কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক জাহাঙ্গীর আলম।
আজ সকালে সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সরকারি ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মোটর সাইকেল যোগে ওই দুই শিক্ষক চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথে ভেটেরিনারী কলেজের সামনে পৌঁছালে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।
এতে ওই দুইজন গুরুতর আহত হয়।
সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক এহতেশামুল হক নতুনকে মৃত বলে ঘোষণা করে।