ঝিনাইদহে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
1 min readবাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০ জেলায় তৃতীয় দিনের মতো পরিবহণ ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সকল যানবাহন চলাচল। দূরপাল্লার সাথে অভ্যন্তরীণ রুটে বাস, ট্রাক, সিএনজি এমনকি ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। মঙ্গলবার সকালে শহরের বাসটার্মিনাল, আরাপপুর, বাইপাস সড়ক, চুয়াডাঙ্গা স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা অবস্থান করছে। সকল প্রকার যানচলাচল বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
এরই প্রতিবাদে শনিবার খুলনা বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি সভা থেকে ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।