হেলিকপ্টারে মহেশপুরে আসলেন সিআইপি ফারুক ও সাংসদ মায়া
1 min readবুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নহনগরে অবস্থিত প্রিটি গ্রুপঅফ ইন্ডাট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ আলী তালুকদার ফারুক ও আওয়ামীলীগের সাবেক মহিলা সংসদ সদস্য মধুমতি ব্যাংকের পরিচালক পারভিন তালুকদার মায়া ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মহেশপুরে আসেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে হেলিকপ্টার যোগে আসেন।
জেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ¦ শরিফুল ইসলাম জানান, সাবেক মহিলা সংসদ সদস্য মধুমতি ব্যাংকের পরিচালক পারভিন তালুকদার মায়া ও সিআইপি মোহাম্মদ আলী তালুকদার ফারুক মহেশপুরের শ্রীরামপুর এলাকায় নতুন ইন্ডাট্রিজ নির্মানের জন্য জমি দেখতে আসেন। পরে মধুমতি ব্যাংক ও প্রিটি গ্রুপঅফ ইন্ডাট্রিজ পরিদশনে যান।
এ সময় সাবেক মহিলা সংসদ সদস্য মধুমতি ব্যাংকের পরিচালক পারভিন তালুকদার মায়া ও সিআইপি মোহাম্মদ আলী তালুকদারকে স্বাগত জানান মহেশপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবুল হাসেম পাঠানসহ মধুমতি ব্যাংক ও প্রিটি গ্রুপঅফ ইন্ডাট্রিজ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।