ঝিনাইদহে যাত্রীবাহি বাস উল্টে আহত ১৫
1 min readঝিনাইদহে যাত্রীবাহি বাস উল্টে ১৫ জন আহত হয়েছে। সোমবার বিকেলে খুলনা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আর এ পরিবহন ঢাকা-চুয়াডাঙ্গা মহাসড়কের ঝিনাইদহের রাউতাইলে পল্লী বিদ্যুৎ সমিতি সমিতির সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসটি খাদে উল্টে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, খুলনা থেকে ছেড়ে আসা এআর পরিবহনের একটি বাস মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি খাদে উল্টে যায়। এই ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন। আহতদের সবাই চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।