দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
1 min read
দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করতে ঝিনাইদহ যুব সমাজের একাংশ ইয়েস সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীগণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার উপায় হিসেবে তথ্য-প্রযুক্তি’র বিভিন্ন দিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও ডকুমেন্টারি তৈরীর প্রাথমিক ধারণা লাভ করবে এই সুনির্দিষ্ট উদ্দেশ্যেই ছিলো এ আয়োজন। টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহের উদ্যোগে ২০ মার্চ ২০১৭, সোমবার এই আয়োজন করা হয়। সনাক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে সনাক এর অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের ১৩ জন নারী ও ৩০ জন পুরুষ সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ তথ্য-প্রযুক্তি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও রিপোর্ট করাপশন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি এবং এ সম্পর্কিত বিভিন্ন আইন ও নীতিমালা এবং ভিডিও তথ্য-চিত্র নির্মাণ পদ্ধতি ও কৌশল বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন। সনাক সভাপতি মো: আবু তাহের এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণটি সার্বিকভাবে পরিচালনা করেন টিআইবি’র আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম ও প্রোগ্রাম ম্যানেজার মোঃ বরকত উল্লাহ বাবু। এছাড়াও উদ্বোধনী অংশে উপস্থিত থেকে বক্তব্যদেন সনাক সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক সুরাইয়া পারভীন মলি।