ঝিনাইদহে টাকার জন্য ছেলের হাতে বাবা খুন
1 min readঝিনাইদহে বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় ছেলের হাতে বাবা বিশারত আলী মোল্লা (৬৫) খুন হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বিশারত ওই গ্রামের আফসার আলীর ছেলে। এলাকাবাসী জানান, রাতে খাওয়া-দাওয়ার পর বিশারত ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে লাশ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
রাতে ছেলে আলাউদ্দীন তার বাবা বিশারত আলীর কাছে টাকা চায়। বিশারত আলী টাকা দিতে রাজি না হওয়ায় ছেলের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে তিনি খুন হয়েছেন বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে আলাউদ্দিন পলাতক। কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. নবাব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলাউদ্দীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।