Tue. Dec 24th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত

1 min read

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো-ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়া এলাকার মাজেদুল ইসলাম, পবহাটি এলাকার সুবীর কুমার, চরখাজুরা গ্রামের আলিম উদ্দিন, মতলেব উদ্দিন, মধুপুর গ্রামের হাবিবুর রহমান, সদর উপজেলার সাধুহাটি গ্রামের আমিরুল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মর্জিনা খাতুন, কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর এলাকার শাহ আলম, গোপিনাথপুর গ্রামের পিয়াস উদ্দিন, কুমড়াবাড়ীয়া গ্রামের রেহেনা খাতুন, যশোর সাতমাইল এলাকার ময়না খাতুন, চুয়াডাঙ্গার মোর্তজাপুর এলাকার মসলেম উদ্দিন, রাজশাহীর দুর্গাপুর এলাকার এজাজুল ইসলামসহ ২০ জন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান দুপুর চুয়াডাঙ্গা থেকে সাথী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহে আসছিল। পথে ঝিনাইদহ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছালে বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।আহতদের মধ্যে মাজেদুল ও মসলেমের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *