Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

অপারেশন ‘সাউথ প’ শেষ

1 min read
অপারেশন ‘সাউথ প’ শেষে উদ্ধার বোমা তৈরীর সরঞ্জাম

অপারেশন ‘সাউথ প’ শেষে উদ্ধার বোমা তৈরীর সরঞ্জাম

অপারেশন ‘সাউথ প’ শেষ
অপারেশন ‘সাউথ প’ শেষ

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের জঙ্গী আস্তানার অপারেশন ‘সাউথ প’ (দক্ষিণে থাবা) সমাপ্ত ঘোষণা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল সোয়া ৯টা থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বেলা ২টায়। সকাল সোয়া ৯ টা থেকে ৪ ঘন্টা ৪৫ মিনিট এ অভিযান চলে। অভিযান চলাকালে বিস্ফোরনের মাধ্যমে নিষ্কিয় করা হয় ৫ টি শক্তিশালী বোমা।

বেলা ৩ টার দিকে প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ এ তথ্য জানান। তিনি প্রেস ব্রিফিং-এ আরো জানান আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ২০ টি কেমিকেল ভর্তি কন্টেইনার, ১০০ টি লোহার বল, ৩টি সুইসাইডাল ভেষ্ট, ৯টি সুইসাইডাল বেল্ট, বিপুল পরিমান ইলেকট্রিক সার্কিট, ১৫ টি জিহাদী বই, ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, বিপুল পরিমান বিস্ফোরক, ৬টি শক্তিশালী বোমা। এর মধ্যে ৩টি সুইসাইডাল ভেষ্ট ও ২ টি বোম নিস্কৃীয় করা হয়েছে।

এর আগে গতকাল বিকেলে পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানা নও মুসলিম আব্দুল্লাহ’র বাড়ীটি ঘিরে রাখে কাউন্টার টেরিরিজম ইউনিটের সদস্যরা। পরে শনিবার সকাল সোয়া ৯ টা থেকে অভিযান শুর করে তারা।

প্রেসব্রিফিংয়ে খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারসহ পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান, বোম ডিস্পোজাল ইউনিটের প্রধানসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর শনিবার (২২ এপ্রিল) সকালে ওই জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাউথ প’ (দক্ষিণের থাবা) শুর করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। সিটিটিসি’র ৩০ জন এবং খুলনা রেঞ্জের পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ সদস্য এই অভিযানে অংশ নেন।

এদিকে অঢিযান শেষ হলেও ওই বাড়ির আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া এই নির্দেশ জারি থাকবে বলে জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালকুদার।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহমেদ শনিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান স্থগিত করার কথা জানান। পরে শনিবার সকাল সোয়া ৯টার দিকে অভিযান ফের শুরু হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পোড়াহাটির ঠনঠনেপাড়ার ওই বাড়ির আশপাশের এলাকায় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। এলাকাবাসীকে বাইরে বের না হতে সতর্ক করে মাইকিং করা হয়েছে। শুক্রবার রাতের প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহম্মদ বলেন, “শুক্রবার বিকাল ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আব্দুল্লাাহর বাড়িকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে পুলিশ। বাড়ির মালিক আব্দুল্লাহ ওরফে বেড়ে এ ঘটনার সঙ্গে জড়িত। সে জেএমবির সদস্য। আব্দুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।”

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের ঠনঠনে পাড়ার আব্দুল্লাহর টিনসেট বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর ঢাকা থেকে সিটিটিসি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *