May 12, 2025

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ…!

যুক্তরাষ্ট্রকে ১৫ দিন সময় দিল ভেনিজুয়েলা

যুক্তরাষ্ট্রকে ১৫ দিন সময় দিল ভেনিজুয়েলা

যুক্তরাষ্ট্রকে ১৫ দিন সময় দিল ভেনিজুয়েলা

যুক্তরাষ্ট্রকে ১৫ দিন সময় দিল ভেনিজুয়েলা
যুক্তরাষ্ট্রকে ১৫ দিন সময় দিল ভেনিজুয়েলা

ভেনিজুয়েলার কারাকাসে মার্কিন দূতাবাসে কর্মী সংখ্যা কমাতে যুক্তরাষ্ট্রকে নোটিশ দেওয়া হয়েছে। এজন্য ১৫ দিনের সময় বেধে দিয়েছে ভেনিজুয়েলা।

সোমবার (২ মার্চ) ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রড্রিগেজ বলেন, ১৫ দিনের মধ্যে তাদের কর্মী সংখ্যা একশ’ থেকে কমিয়ে সতেরতে আনতে হবে।

গত মাসে মার্কিন সরকার এক আইন পাস করে, যার ফলে ভেনিজুয়েলার যেসকল কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবেন, তাদের ভিসা এবং মার্কিন নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এই সিদ্ধান্তের পরই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাই মাদুরো ঘোষণা দেন, মার্কিনিদেরও ভেনিজুয়েলা ভ্রমণে ভিসা লাগবে।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাদুরো জানান, গুপ্তচরবৃত্তির কারণে অনির্দিষ্ট সংখ্যক আমেরিকান গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মাঝে তাশিরা প্রদেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত থেকে আটক লাতিন আমেরিকা বংশোদ্ভূত এক মার্কিন পাইলটও রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *