Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহ হরিনাকুন্ডুতে সংঘর্ষে আহত ২৫

1 min read

211325Fight_kalerkantho_pic

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গ্রামবাসীর দুদলের সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন। শুক্রবার সকালে হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন জানান, দরিবিন্নি গ্রামের আওয়ামী লীগ কর্মী মহসিন আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে খায়রুল ইসলামের সমর্থক নিয়ামত আলীকে মারধর করে মহসিন আলীর সমর্থকরা। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন লাঠি-সোটা, রামদা, হাসুয়া, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় দরিবিন্নি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *