এমপি নবী নেওয়াজ এর হতাশা
1 min readঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নবী নেওয়াজ মহেশপুর-কোটচাঁদপুরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেছেন। রাস্তার কাজে ১নং ইটের পরিবর্তে ৩নং ইট, বালির পরিবর্তে মাটি, খোয়ার পরিবর্তে অাদলা ব্যবহার করায় সম্প্রতি ফেসবুকে তিনি হতাশা প্রকাশ করে পোস্ট দিয়েছেন।
পাঠকদের জন্য নবী নেওয়াজের ফেসবুকে দেওয়া তার পোস্টটি তুলে ধরা হলো:-
হঠাৎ হঠাৎ মহেশপুর-কোটঁচাদপুরের রাস্তার কাজের পরিদর্শনে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছে না। যেখানেই যাচ্ছি ১ নম্বর ইটের পরিবর্তে ৩ নম্বর ইট, বালির পরিবর্তে মাটি, খোয়ার পরিবর্তে অাদলা। কি করা উচিৎ বলে মনে করেন?