ঝিনাইদহ মাতাতে শুক্রবার আসছেন ‘জেমস’
1 min readঝিনাইদহে মঞ্চ মাতাতে আসছেন নগরবাউল-খ্যাত জেমস। আগামী ১৪ জুলাই শুক্রবার ঝিনাইদহ শহরে আয়োজিত কনসার্টে দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে আসছেন তিনি। ওইদিন বিকেল ৩টা থেকে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াবেন আন্তর্জাতিক এই রকতারকা।
পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় ও প্রাণ বেভারেজের সৌজন্যে এই কনসার্টের আয়োজন করেছে আশিকা মিউজিক ক্লাব।
আশিকা মিউজিক ক্লাবের নির্বাহী পরিচালক মেহেদি হাসান জানান, কনসার্টের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঝিনাইদহবাসীকে অন্যরকম আনন্দ দিতে শুক্রবার আমাদের সাথে নগর বাউল জেমস থাকবেন। তিনি এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন।
কনসার্টের টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা (গ্যালারী) ও ২০০ টাকা (মধ্য মাঠ)। এছাড়াও ভিআইপিদের জন্য ৫০০ টাকা করা হয়েছে।