Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

আগামী ১৪ জুলাই নগর বাউল জেমস’র কনসার্ট” স্থগিত ঘোষনা

1 min read

FB_IMG_1499794505670

আগামী ১৪ জুলাই নগর বাউল জেমস এর কনসার্ট” স্থগিত করা হয়েছে। কনসার্ট আয়োজোক কমিটি জানান, অতি দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে আগামী ১৪ই জুলাই রোজ শুক্রবার দেশ মাতানো ব্যান্ড নগর বাউল জেমস এর কনসার্ট স্থগিত করা হয়েছে। কমিটি আরো জানান, যে সমস্ত ভাই ও বোনেরা জেমস’র কনসার্টের টিকিট ক্রয় করেছেন তারা  যে স্থান হতে টিকিট ক্রয় করেছেন উক্ত স্থানে টিকিট ফেরত দিয়ে আপনাদের  অর্থ বুঝে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *