উপজেলা ফুটবল টুর্নামেন্টে মহেশপুর মাধ্যমিক বিদ্যাঃ চ্যাম্পিয়ন
1 min readউপজেলা পর্যায়ে স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষই গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের মাধ্যমে মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে । খেলায় বিজীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ এম.পি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, মাধ্যমিক সুপার ভাইজার অভিলাশ কর্মকার, মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার, বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েজ উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। খেলায় শ্রেষ্ঠ গোলদাতা হিসাবে পুরস্কৃত হয়েছে মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পারভেজ আলম। খেলা পরিচালনা করেন সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন।