কোটচাঁদপুরে শিশু ধর্ষিত, গণপিটুনি দিয়ে ধর্ষক কে থানায় হস্তান্তর
1 min readঝিনাইদহের কোটচাঁদপুরে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষকের নাম আব্দুল খালেক ভুইয়া, সে শিবনগর গ্রামের কেরামত আলীর ছেলে। ঘটনা জানাজানি হলে গনপিটুনির শিকার হয় আব্দুল খালেক। তবে বিষয়টি ধামাচাপা দিতে উভয় পক্ষ কে থানায় এনে মিমাংসার চেষ্টা করছে পুলিশ এমন অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, লক্ষীপুরের পাশ্ববর্তী মল্লিকপুর গ্রামের সাধন হাল দারের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া শিশু কন্যা কে লক্ষীপুরে কলেজের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে আব্দুল খালেক নামের এক যুবক। এরপর শিশুটি বাড়ি এসে বলে দিলে পুলিশের দারস্থ হয় ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী। কিন্তু পুলিশ তাদের অভিযোগ গুরুত্ব না দিয়ে আপোষ-রফার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম, এ ব্যাপারে আপোষ-রফার চেষ্টার কথা অস্বীকার করে বলেছেন, শিশু ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে ধর্ষক আব্দুল খালেক। তাকে আটক দেখানো হচ্ছে। এ ব্যাপারে ধর্ষণ মামালা দায়ের হবে বলে ওসি জানান ।