ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা অফিসের পিয়ন দোকানন্দার
1 min readজেলা পরিবার পরিকল্পনা অফিসের পিয়ন শহিদুল ইসলামের মুল পোষ্টিং ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নে এই শহিদুল ইসলামকে জেলা কার্যালয়ে নিয়ে আশা হয়। কিন্ত সে জেলা কার্যালয়ে এসে পিয়নের কাজ না করে রমরমা ব্যবসায় মেতে উঠেছে। জেলা শহরের সরকারি কে.সি কলেজের অপজিটে জেলা পরিষদ মারর্কেটের ২য় তলাই রয়েছে সায়েদ রাবার স্টাম্প নামের তার একটি দোকান। সেই দোকানে দিনে রমরমা ব্যবসা করে আর রাতে এসে জেলা কার্যালয় অফিসে ঘুমায়। তার এ কর্মকান্ডের জন্য খোব প্রকাশ করেছেন জেলা শহরের অনেক রাবার স্টাম্প ব্যপসায়িরা।