Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহে ”বিশ্ব ডিম দিবস ২০১৭” পালিত

1 min read
বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহে ”বিশ্ব ডিম দিবস ২০১৭” পালিত

বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহে ”বিশ্ব ডিম দিবস ২০১৭” পালিত

বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহে ”বিশ্ব ডিম দিবস ২০১৭” পালিত
বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহে ”বিশ্ব ডিম দিবস ২০১৭” পালিত

আজ ১২ই অক্টোবর বিশ্ব ডিম দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস ২০১৭ পালিত হয়েছে। ভেট ডক্টরস এসোসিয়েশন (ভিডিএ) এর আয়োজনে দিনব্যাপী এ কর্মসুচি শুরু হয় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। উক্ত শোভাযাত্রা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের আরাপপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভেট ডক্টরস এসোসিয়েশন অফিসের সামনে এসে শেষ হয়।

এরপর ঝিনাইদহে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় নগরবাথান সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ ইয়াতিম খানা, গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী, ভূটিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সেবা সংঘ সরকারী প্রাথমিক বিদ্যালয় ,ওয়াজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এ সহ শহরের বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রায় ২হাজার ৫শত শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ, ডিমের গুণাগুণ সম্পর্কে লিফলেট বিতরণ এবং ডিমের গুনাগুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। এছাড়া আরাপপুরে সাধারন মানুষের মাঝেও সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহে ”বিশ্ব ডিম দিবস ২০১৭” পালিত
বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহে ”বিশ্ব ডিম দিবস ২০১৭” পালিত

আন্তর্জাতিক এগ কমিশনের সহযোগীতায় ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস ২০১৭ উপলক্ষে ভেট ডক্টরস এসোসিয়েশন (ভিডিএ) কর্তৃক আয়োজিত এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান, ভেট ডক্টরস এসোসিয়েশন এর আহবায়ক ডাঃ মোঃ ফয়সাল আমিন মিয়া , সদস্য সচিব ডাঃ মোঃ রাকিবুল হাসান শাওন সহ বিভিন্ন মেডিসিন ,ফিড কোম্পানীর নেতৃবৃন্দ, মার্কেটিং অফিসারবৃন্দ, এসোসিয়েশনের সদস্যবৃন্দ, সাংবাদিক সহ প্রমুখ।

উল্লেখ্য আন্তর্জাতিক এগ কমিশন ১৯৯৬ সালে প্রতি বছরের অক্টোবর মাসের ২য় শুক্রবার বিশ্ব ডিম দিবস ঘোষণা করে। ফলে সারাবিশ্বে এখন নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *