ঝিনাইদহে বিআরটিএ দালালের জেল-জরিমানা
1 min readঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালি করার অভিযোগে ফজলুল হক (৫১) ও শহিদুল ইসলাম নামের দুই দালালকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ দন্ডাদেশ প্রদাণ করেন। আদালত সুত্রে জানা যায়, দুপুরে ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিআরটিএ অফিসে দুইজন দালাল অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে তাদেরকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে ফজলুল হককে ৭ দিনের কারাদন্ড ও শহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডিত ফজলুল হক ঝিনাইদহ পৌর লক্ষীপুর এলাকার মৃত হাজের আলী ছেলে ও শহিদুল ইসলাম শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের ওমর আলীর ছেলে।