কালীগঞ্জে ছয় মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
1 min readঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বুধবার মাদকদ্রব্য বিক্রির অভিযোগে ছয় মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার কাশিপুর বেদেপাড়ার শামছুল হকের ছেলে সেলিম (৩৪), একই এলাকার তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), আব্দুল খালেকের ছেলে ইসমাইল (৩৩), রোকনপুর গ্রামের আব্দুল বারীর ছেলে সাইফুল ইসলাম (২২), কাশিপুর মালপাড়ার সিদ্দিক আলীর ছেলে ইলিয়াস (২৪) ও একই পাড়ার গোলাম মোস্তাফার ছেলে হাফিজুর রহমান (২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশাররফ হোসেন ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইউনুস আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্যার নেতৃত্বে একটি দল নিয়ে কালীগঞ্জ শহরের কাশিপুর বেদে পল্লীতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২৬ পুরিয়া গাঁজা, গাঁজা কাটারী, ১৩২ টাকাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেলিমকে এক বছরের কারাদন্ড ও বাকি পাঁচজনকে ছয় মাস করে কারাদন্ড দেন।