শ্রমিকনেতা হাফিজুর রহমান ভূইয়া স্মরণে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
1 min read
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের প্রয়াত সভাপতি হাফিজুর রহমান ভূইয়ার স্মরনে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ‘হাফিজুর রহমান স্মৃতি সংঘ’র উদ্যোগে খুলনার ফুলতলায় র্যালি ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত র্যালিটি দুপুর ৩টায় ফুলতলা উপজেলা থেকে শুরু হয়ে ফুলতলা বাজারে গিয়ে শেষ হয়। এরপর সন্ধ্যায় ফুলতলা ‘স্বাধীনতা চত্বরে’ মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইয়ান জুট মিলস্ লি: এর পরিচালক জহির উদ্দিন রাজিব। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শফি আহমেদ, শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান আনু, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, ফুলতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি, ইউনিয়ন পরিসদ চেয়ারম্যান শিপলু আহমেদ ভূইয়া সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।